ভাই ফোঁটায় একেবারে অন্য রূপে দেখা গেল অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। ভাই ফোঁটার সকালে অগ্নিশা বন্দ্য়োপাধ্যায়ের হাতে ফোঁটা নিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদকে। অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ভাই ফোঁটা দিয়ে তাঁকে \'প্রোটেক্টর\' হিসেবে বর্ণনা করেন অগ্নিশা।